হবিগঞ্জে বিএনপি প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ ৪ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। জামানত হারানো অন্যান্য প্রার্থীরা হয়েছেন বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী শামসুল হুদা (হাতপাখা) প্রাপ্ত ভোট-৫৭৯ ,স্বতন্ত্র প্রার্থী মো. বশিরুল আলম (কাওছার) (মোবাইল) প্রতীকে প্রাপ্ত ভোট- ১৮১ ও গাজী মো. পারভেজ হাসান (জগ) প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট- ১৮৫ ।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান- মোট পদত্ত কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীরা জামানত হারান। সে । অনুযায়ী হিসেবে যদি কোন প্রার্থী ওই পরিমান ভোট না পান তবে তার জামানত থাকবেনা।
- হবিগঞ্জ পৌর নির্বাচন আ.লীগ প্রার্থী সেলিম বিজয়ী
- হবিগঞ্জ পৌর নির্বাচন : ভোটার উপস্থিতি কম
- হবিগঞ্জ পৌর নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
- হবিগঞ্জ পৌর নির্বাচন : কে কত ভোট পেলেন !
- হবিগঞ্জে বিএনপি প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত !
