বাহুবলে বাস উল্টে ৪ জনের মৃত্যু ॥ আহত ৩০

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে খাদে পরে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করতে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলার দৌলতপুর বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের এমরান মিয়া (২২)। অপর নিহত ৩ জনের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগান বাড়ি এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।

