বাহুবলে ছাত্রদল নেতার মৃত্যুতে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার শোক
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৬ অপরাহ্ণবাহুবল অর্নাস কলেজের ছাত্রদলের ১ম সদস্য জাকারিয়া আহমেদ ফাহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া বাহুবল অর্নাস কলেজের ছাত্রদলের ১ম সদস্য জাকারিয়া আহমেদ ফাহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।