বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতে দুই মাতালের কারাদণ্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৮:২১ অপরাহ্ণহবিগঞ্জের বানিয়াচংয়ে দুই মাতালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ২২ আগষ্ট শনিবার রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান (২৪) ও একই গ্রামের কিতাব আলীর পুত্র রাজন মিয়া (২৫) কে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ সময়ে চোলাই মদসহ পুলিশ মাতাল অবস্থায় তাদেরকে আটক করলে বিচারক আলামত ও উপস্থিত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে উপরোক্ত দন্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ লঙ্ঘন করায় উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।