বন্ধ থাকবে ফেরি চলাচল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ৮:৫২ পূর্বাহ্ণন্যাশনাল ডেস্ক,জাগো নিউজ :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে দেশের সব জায়গায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (১৯ মে) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে পাটুরিয়া- দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে।
তবে ফেরি বন্ধ থাকলেও দেশের প্রধান দুই ফেরি ঘাট মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নদী পার হওয়ার জন্য হাজার হাজার মানুষকে ভিড় করতে দেখা গেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন এসব মানুষ।
শিমুলিয়া ঘাটের আশেপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশেপাশে এক্সপ্রেসওয়ে আছে অসংখ্য গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক প্রাইভেটকারও ফেরি পারের অপেক্ষায় আটকে আছে। পরে সকাল ৭টা থেকে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ২/৩টি ফেরি চালানো হয়।