পরিণয় ~ কবি ফারজানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
একসাথে ছিলাম, একসাথে আছি
শুরু হলো আজ নতুন পথচলা।
ভালোবাসি বলেও হে প্রিয়,
রয়ে গিয়েছে হাজারও কথা, না বলা।
ছোট্ট সুন্দর, সুখের সংসারের যেই স্বপ্ন
দেখেছিল দুইজনার আঁখি
স্বপ্ন পূরণের সেই কাঙ্ক্ষিত দিন এগোচ্ছে
মোটে তার আর বারকয়েক বাকি।
দুজন দুজনার সুখ – দুঃখ ভাগ করে
থাকবো সর্বক্ষণ একাকার হয়ে
গোটা জীবনের অবসান যেন হয়
সেই প্রিয়জনের সান্নিধ্য পেয়ে।
শোক – আনন্দ, যেমনই দিন আসুক
থাকবো পাশে হাতে হাত রেখে
প্রজন্মের পর প্রজন্ম যেন প্রণয়ের দৃষ্টান্ত পায়
আমাদের দুজনার প্রণয় দেখে।
সকল জল্পনা কল্পনার শেষে
সুখের সূর্য হয়েছে উদয়,,,
১২ই মার্চ রোজ রবিবারে
হবে আমাদের পবিত্র পরিণয়।
পরিণয় ~ কবি ফারজানা