নির্বাচনে শাহ নওয়াজকে সমর্থন দিয়ে সড়ে দাঁড়ালেন কায়েদ-রুহেল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৪, ৬:০০ অপরাহ্ণনবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শাহ নওয়াজকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়িঁয়েছেন গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল আহমেদ।
গত মঙ্গলবার কায়স্থগ্রাম উমেদগঞ্জ বাজারে সাত মৌজা কর্তৃক আয়োজিত গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় আলাপ-আলোচনা সাপেক্ষে সাবেক চেয়ারম্যান মো. শাহনেওয়াজকে সমর্থন দেন তারা।
সাত মৌজার সভাপতি কদ্দুছ মিয়ার সভাপতিত্বে নির্বাচনী সভার শুরুতে উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শাহনওয়াজ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল আহমেদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপোষণ করেন। পরে উপস্থিত মুরুব্বীয়ানদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল আহমেদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। ও সাতমৌজার একক প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মো. শাহ নওয়াজকে সমর্থন প্রদান করেন। প্রার্থী নির্ধারণ শীর্ষক উক্ত আলোচনা সভায় বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচনের তফশীল অনুযায়ী- ৪ জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এরপর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।