নবীগঞ্জের দুলালের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মো. দুলাল মিয়ার (৩০) এর বিরুদ্ধে ২ লাখ টাকার চাদাঁবাজির মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের ফয়ছল আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারে ফয়ছল আহমেদের কলনী ও ফার্নিচারের দোকান রয়েছে। গত (১১ সেপ্টেম্বর) ওই ব্যবস্থা প্রতিষ্ঠানে গিয়ে ফয়ছলের নিকট দুলাল মিয়া ও তার লোকজন বাজারে ব্যবসা করতে হলে তাকে ২ লাখ টাকা চাঁদা দেয়ার দাবী করেন। এ সময় টাকা দিতে অম্বীকৃতি জানালে দুলাল দেশীয় অস্ত্র দিয়ে ফয়ছলকে প্রাণে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী ফয়ছল। পরে রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মোছাব্বির মিয়ার ছেলে মো. দুলাল মিয়ার (৩০)কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে চলতি মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আদালতের নির্দেশনা এখনো পাইনি, আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

