নবীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সার ডিলার প্রতিনিধি মাওলানা শোয়েব আহমদ, অসিত বরণ পাল ও স্বপন রবিদাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সার ও বীজ ডিলার ও খুচরা বিক্রেতাদের বিক্রয়কেন্দ্রে স্পষ্টভাবে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে এবং ক্রেতাদের বিক্রির রশিদ প্রদান নিশ্চিত করতে হবে। ডিলারগণ সারের আগমনী বার্তা দ্রুত উপজেলা কৃষি অফিসকে জানাবেন বলে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কৃষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

