নবীগঞ্জে জনতার বাজারে সরকারি কাজে বাধা ; ৩৪ জনের বিরুদ্ধে মামলা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে পশুরহাট বসানো এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর ও সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ জুন) নবীগঞ্জ থানায় পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে জনতার বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের গোলাপকে প্রধান আসামী করে ৩৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আসামী রাখা হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

