নবীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নবীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদের আয়োজনে
ও নবীগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা আসাদ আল মুরাদ, এস. এম. কামরান আশরাফ হিমেল, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান চৌধুরী, জনি আহমেদ, সোহাগ আহমেদ, রাজ মোদাব্বির ইমন, রাইসুল ইসলাম, মাশিউল আশরাফ মাহি, মদুদ আহমেদ, নোমান আহমেদ, মুহাদ্দিস আহমেদ, রাফি আহমেদ, ফয়সল আহমেদ, স্বপন আহমেদ, রোমান মিয়া প্রমুখ।
এছাড়াও নবীগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, সদস্য তায়েম হোসেন চৌধুরী, হাসান আহমেদ, মোজাম্মিল আহমেদ, স্বাধীন চৌধুরী, তোফাজ্জল হক, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শুভ, আসলাম মিয়া, শিমুল আহমেদ, শাহরিয়ার আলম, জীবন আহমেদ, সাদিক মিয়া, রাহিম আহমেদ, সাইফুল ইসলাম, শাকিব আহমেদসহ নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

