নবীগঞ্জ সদর ইউনিয়নে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ৭:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নবীগঞ্জ সদর ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠতি হয়েছে।
শনিবার দুপুরে সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শামসুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, ইউপি সদস্য সুভাষ রায়, আসাদ হোসেন চৌধুরী, কাশেম চৌধুরী, আলীপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি সিরাজুল ইসলাম, শিক্ষার্থী পৃথি রাণী সুত্রধর’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
