দুই সহোদরের উপর হামলা ঘটনায় গ্রেপ্তার হাবিবুরের জামিন নামঞ্জুর
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১:০২ পূর্বাহ্ণনবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দু’সহোদরে উপর হামলার ঘটনায় গ্রেফতার হাবিবুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার হবিগঞ্জের আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে মোঃ ফরিদ আহমদ ও একই থানার বানিউন গ্রামের মোঃ আমীর উদ্দিনের ছেলে জুবায়েল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগষ্ট রাত ৮ টায় জুয়েল আহমেদ রুহেল ও তার ছোট ভাই জুবায়েল আহমেদ নবীগঞ্জ থানার পাশ্ববর্তী জগন্নাথপুর থানার (রানীগঞ্জ রোডস্থ) স্থানীয় ইনাতগঞ্জ পূর্ব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষ ফরিদ আহমদের নেতৃত্বে, হাবিবুর রহমান ও সইবুরসহ তার লোকজন দেশীয় দাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েল আহমদ রুহেল ও জুবায়েল আহমদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় জুয়েল (২৮) ও জুবায়েল (২৪) পাশ্ববর্তী জুমন স্টোর নামক একটি দোকানে ঢুকলে সেখানে ঢুকেও তাদেরকে রামদা ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় জুয়েল ও জুবায়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে পরদিন জুবায়েলকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতদের ভগ্নিপতি মোঃ রিপন আহমদ বাদী হয়ে ফরিদ আহমদকে প্রধান আসামী করে ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
আসামিরা আদালতকে অবজ্ঞা করায় আদালত ওয়ারেন্ট ইস্যু করেন। এরপ্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ হাবিবুর রহমানকে ধরলেও অপর দুই পলাতক আসামী ফরিদ এবং সইবুর ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেছে।