গ্রিস ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউরোপের দেশ গ্রিসে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গ্রিস আওয়ামীলীগের আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবকদের দু‘পক্ষের হাতাহাতির ঘটনায় মিডিয়া ছাত্রলীগের নাম জড়িয়ে সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখার সাধারণ সম্পাদক মোঃ মুমিন খাঁন।
সংবাদ পত্রে প্রেরিত এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন- `গত ১৫ই মার্চ ২০২২ইং রোজ মঙ্গলবার সময় সন্ধ্যা ৭ ঘটিকায় গ্রিসের ক্রিয়ানোন হল রুমে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস ও গ্রিস আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ (এমপি) মহোদয়। অনুষ্ঠান শেষের দিকে ৩/৪ জন বহিরাগত অনুপ্রবেশকারী অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে অঞ্চল নিয়ে কটূক্তি করে বিরূপ মন্তব্য করায় অনুষ্ঠানে হঠাৎ হট্টগল লেগে যায়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়। এখানে বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখার কোন নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। কিছু স্বার্থনেশী কতিপয় মিডিয়াতে গ্রিস ছাত্রলীগের নাম জড়ানো হয়েছে। এসব মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখা, গ্রিসের একমাত্র সংগঠন যা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত। গ্রিস ছাত্রলীগে কোন গ্রুপিং নেই এবং সুসংগঠিত, সুশৃঙ্খল সংগঠন। গ্রিস শাখা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনা মেনে দলের জন্য কাজ করে যাচ্ছে। কিছু কুচক্রী মহল ছাত্রলীগকে বিতর্ক করতে মরিয়া হয়ে উঠেছেন। এ অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য গ্রিস ছাত্রলীগের বিন্দু মাত্র কোন সম্পৃক্ততা নেই। ছাত্রলীগকে যারা বিতর্ক করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন সেটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে বিশৃঙ্খলার ভিডিও ফুটেজ রয়েছে স্পস্টভাবে। কিছু কুচক্রী মহল অনুপ্রবেশকারী ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকলে এবং বিশৃঙ্খলায় জড়িত থাকলে বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখা তাদের কোন দায়ভার নিবে না। এই অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা করেছেন- গ্রিস ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কতিপয় মিডিয়াগুলোর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
প্রতিবাদকারী
মোঃ মুমিন খাঁন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
গ্রিস শাখা

