এমসি কলেজে তরুণী ধর্ষণ : প্রধান আসামীসহ দুইজন সুনামগঞ্জ ও হবিগঞ্জে গ্রেপ্তার
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ণসিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামী মো. সাইফুর রহমান ও চার নাম্বার আসামী অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় সুনামগঞ্জের ছাতক থেকে সাইফুরকে ও রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী এলাকা নোয়াবাই খেয়াঘাট থেকে সাইফুরকে গ্রেপ্তার করা হয়।
প্রযুক্তির সহায়তায় তার অবস্থা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।