ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বিমান হামলা, নিহত ১

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন পার হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি শহরের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। যুদ্ধের এই অবস্থার মধ্যে জানা গেল, ইউক্রেনে বাংলাদেশি একটি জাহাজ রকেট হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে এ হামলা হয়।
হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।
তিনি বলেন, হামলার পরই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। এরইমধ্যে একজন মারা গেছেন বলেও জানান ক্যাপ্টেন আনাম।
‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে আছে। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন। ওই বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে।
বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক।
তিনি বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি। আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।
প্রসঙ্গত, গেল ২৪ ঘন্টায় খারকিভ শহরে রুশ হামলায় অন্তত ২১ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। ইউক্রেনে হামলার জেরে একের পর এক নিষেধাজ্ঞায় কোনঠাসা হয়ে যাচ্ছে রাশিয়া। তবে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার কথা জানিয়েছে চীন। আর জাতিসংঘ বলছে, এরইমধ্যে ইউক্রেনের সাড়ে ৮ লাখ মানুষ পালিয়ে দেশ ছেড়েছে।

