নিরাপদ ও স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসবে দেশে ষষ্ঠ স্থানে হবিগঞ্জ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২, ৫:২০ অপরাহ্ণবর্তমানে নিরাপদ ও স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসবে দেশে ষষ্ঠ স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ ক্ষেত্রে ৬৪ জেলায় প্রথম স্থানে রয়েছে নোয়াখালী।এ তথ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের।
জেলায় চলতি বছরের জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে প্রায় ২ হাজার। আগামি জুন মাস পর্যন্ত ৯ হাজার স্বাভাবিক ডেলিভারির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মীর সাজেদুর রহমান।
এর আগে ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ৯ হাজার শিশুর নিরাপদ ও স্বাভাবিক প্রসব হয়েছে।
মীর সাজেদুর রহমান জানান, হবিগঞ্জে ৭৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোর ৩৮টিতে সাতদিন ২৪ ঘণ্টা স্বাভাবিকভাবে ডেলিভারি সেবা দেওয়া হয়। সেবাদানকারী স্বল্পতায় বাকিগুলোতে ২৪ ঘণ্টা সেবা দেওয়া কঠিন হচ্ছে।
তিনি জানান, প্রতিবছর দেশের প্রায় ৪ হাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ সেবা দানের ক্ষেত্রে সেরা দশের মর্যাদা অর্জন করে হবিগঞ্জের ৩ থেকে ৫টি কেন্দ্র।