৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা করছে গ্রিস
মতিউর রহমান মুন্না, গ্রিস :
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ৩:০৬ অপরাহ্ণইউরোপের দেশ গ্রিসে শ্রমবাজারে চাপের চাহিদা মেটাতে অভিবাসীদের জন্য একটি বড় নিয়মিতকরণ কর্মসূচির পরিকল্পনা করছে। এতে আনুমানিক ৩ লাখ অভিবাসী বৈধতার সুযোগ পাবেন, যারা অনথিভুক্ত বা যাদের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। কৃষি, নির্মাণ এবং পর্যটনে শ্রমবাজারের ঘাটতি পূরণে এসব অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়ার কথা ভাবছে গ্রিস৷ গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বেতারে দেয়া এক সাক্ষাৎকারে অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস কাইরিদিস এ কথা জানিয়েছেন৷
তিনি বলেন, কৃষি, নির্মাণ ও পর্যটন শিল্পে কর্মী সংকট দূর করতে অন্তত তিন লাখ অনথিভুক্ত এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিটধারীদের বৈধতা দেয়া হতে পারে৷
ইনফোমাইগ্রেন্টসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ইটালির নেয়া সিদ্ধান্তের আলোকেই গ্রিসের বর্তমান সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে চায়৷ গ্রিসের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির মধ্য ডানপন্থি প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস৷ আলোচনায় অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা৷ বৈঠকে সামরিক সরঞ্জাম ক্রয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে৷
অভিবাসনমন্ত্রী বলেন, ‘‘আমরা আরও বেশিসংখ্যক অনিয়মিত (অভিবাসী) প্রবাহের জন্য নতুন প্রণোদনা তৈরি করতে চাই না৷ কারণ এটি বিপজ্জনক৷
অন্যদিকে, আমরা কালো থেকে সাদাতে যেতে চাই৷ অঘোষিত থেকে ঘোষিত শ্রমে যেতে চাই৷ কর্মসংস্থান তৈরির মাধ্যমে শ্রম ঘাটতি মেটাতে চাই৷’’
কাইরিদিস বলেছেন, কর্মী সংকটে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি পাতাল রেল নির্মাণ এবং ক্রিটে দ্বীপে নতুন বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি জনসংশ্লিষ্ট প্রকল্প ধীর গতিতে এগোচ্ছে৷
তুরস্ক হয়ে অভিবাসী আসার হার যখন বেড়ে গেল, তখনই এমন পরিকল্পনার কথা জানাল গ্রিস সরকার৷ এমনকি, মঙ্গলবারও গ্রিসের পূর্বাঞ্চলীয় দুটি দ্বীপ থেকে শখানেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷
কর্তৃপক্ষ জানিয়েছে, সামোস দ্বীপের কাছে ৪৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক উপকূলরক্ষীরা৷ এই ৪৫ জনের মধ্যে ১৪ জন পুরুষ, নয় জন নারী, ১৪ জন কিশোর ও আট জন কিশোরী রয়েছেন৷ তাদের মধ্যে কেউ নিখোঁজ হয়নি বলে জানা গেছে৷
গ্রিক কোস্ট গার্ড আরো জানিয়েছে, লেসবোসে অপর একটি নৌকা থেকে আরো ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ একইদিনে, কোস দ্বীপ থেকেও উদ্ধার করা হয়েছে দুই অভিবাসনপ্রত্যাশীকে৷
সাম্প্রতিককালে অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে গ্রিস৷