হবিগঞ্জ-১ আসনে নৌকার মাঝি ডাঃ মুশফিক : নবীগঞ্জে আনন্দ মিছিল
![](https://jago.news/images/icon.png)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ![](https://jago.news/wp-content/uploads/2023/11/1701012045532-picsay.jpg)
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমক দেখালেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। মনোনয়ন ঘোষণা পর নবীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম ছানু, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজা আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, লোকমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।
বক্তারা- হবিগঞ্জ-১ আসনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ।
![](https://jago.news/wp-content/uploads/2024/02/WEB.png)