হবিগঞ্জ ডিবির এসআই মাহমুদুল হাসানের রাষ্ট্রপতির পুলিশ পদক লাভ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ২০২৫ সালের রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) (সাহসিকতা) লাভ করেছেন। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার প্রধানের উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর হাত থেকেই এসআই মো. মাহমুদুল হাসান রাষ্ট্রপতির পক্ষ থেকে এই পদক গ্রহণ করেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য এ বছর ৩৪ জন পুলিশ সদস্যকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং ২৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়েছে।
এসআই মো. মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
“এসআই মো. মাহমুদুল হাসানের এই অর্জন শুধু হবিগঞ্জ নয়, গোটা জেলা পুলিশের জন্য গর্বের বিষয়, তাঁর পেশাদারিত্ব, সততা ও সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে বলে মনে করেন হবিগঞ্জের পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) বাংলাদেশ পুলিশের সদস্যদের সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রদান করা হয়।

