হবিগঞ্জে ১১টি মাদ্রাসা ও এতিমখানার শিশুরা পেল ফ্রেন্ডস সোসাইটির শীতবস্ত্র
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৯:১১ অপরাহ্ণজেলার ১১টি মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ।
শনিবার সদর উপজেলার বহুলায় সরকারি শিশু পরিবারে বিতরণের মধ্য দিয়ে তারা এ শীত মৌসুমের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত করেছে।
গত ৯ ডিসেম্বর আজমিরীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ফ্রেন্ডস সোসাইটির এ কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ ১১ দিনে জেলার ৯ উপজেলার ১১টি প্রতিষ্ঠানে শীতার্ত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের সুয়েটার পৌঁছান।
গতকাল সরকারি শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুর রহমান, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সেলিম, স্বর্ন ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি স্বদীপ বনিক, সরকারি শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীম, একেএম নাসিম, মোঃ সোহরাব খান ও যুবলীগ নেতা আবুল কাসেম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমন্বয়ক বিপ্লব রায় চৌধুরী।