হবিগঞ্জে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ
করোনা পরিস্থিতির সরকারী নির্দেশ অমান্য করে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে হবিগঞ্জের খোয়াইমুখ সংগল্ন নুরুল হেরা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- দেশে আলেম ওলামাকে ও মাদ্রাসাকে ধ্বংস করার জন্য সরকার আলেমদের কে নির্বিচারেগুলি করে হত্যা করছে। এমন নির্যাতন বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
অন্য দিকে মিডিয়াকে হুশিয়ারী করে বক্তারা বলেন সাবধান মিথ্যা সংবাদ প্রচার হতে বিরত থাকুন। এ দিকে জেলা প্রশাসন জেলায় ১৫ এপ্রিল পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও হেফাজত বিক্ষোভ কর্মসুচী পালন করে।

