হবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণহবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী। এসময় জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী চুনারুঘাট উপজেলা বালিকা দল ও নবীগঞ্জ উপজেলা বালক দলের সাথে পরিচিত হন। প্রতিযোগিতায় বালক বালিকা মিলে জেলার ১৮টি দল অংশগ্রহণ করে। আজকের প্রথম খেলায় চুনারুঘাট উপজেলা একাদশ মুখোমুখী হয় নবীগঞ্জ উপজেলা একাদশের। খেলয় গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়। এতে চুনারুঘাট উপজেলা একাদশ ৫-৪ গোলে জয় লাভ করে।