সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু : সম্পাদক বুরহান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২০, ৪:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু, বুরহান উদ্দিন কে সম্পাদক করে সুনামগঞ্জের সক্রিয় গণমাধ্যমকর্মীদের নিয়ে ৩৭সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিনের অফিসের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
বিন্দু তালুকদার দৈনিক আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বুরহান উদ্দিন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা করা হয়েছে-সাপ্তাহিক গ্রামবাংলার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, বিটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, এটিএন বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমানকে।

