সুনামগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৬:২৫ অপরাহ্ণ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(২০ জানুয়ারি) সকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ থানার সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহত শিশুর নাম এখনো জানা যায়নি।ঘটনাস্থল থেকে জয়কলস হাইওয়ে পুলিশ বাসটি আটক করে ফাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

