সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণসিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এক বছর পর আবারো ফিরে এলো সেই আনন্দের দিন। শিক্ষার্থীদের এক বছরের অপেক্ষার পর আবার সকলের একত্রে মিলবন্ধন। প্রাণের মেলায় একত্রিত সাহিত্যের শিক্ষার্থীরা ৷
৯ই মার্চ মঙ্গলবার শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসোর্টে অনুষ্ঠিত এই আনন্দ উৎসব। সকাল আট ঘটিকার সিলেটের রিকাবি বাজার পয়েন্ট থেকে পাঁচটি বাসযোগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শ্রীমঙ্গল ওয়াটার লিলি রিসোর্ট এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা পথে সকালের নাস্তার বিরতির দুপুর ১২ টা নাগাদ শিক্ষার্থীরা পৌঁছে যায় তাদের গন্তব্যস্থল ওয়াটার লিলি রিসোর্টে । এ সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রমা ইসলাম (বিভাগীয় প্রধান) , সানজিদা চৌধুরী (এসিস্ট্যান্ট প্রোফেসর), অনিক বিশ্বাস (এসিস্ট্যান্ট প্রফেসর) , গোলাম রাব্বানী (এসিস্ট্যান্ট প্রোফেসর) ,সৈয়দ নাকিব সাদি ( এসিস্ট্যান্ট প্রোফেসর), তহুরা খাতুন ( সিনিয়র লেকচারার) সানজিদা কালাম (লেকচারার), মালিহা আক্তার (লেকচারার) , ফারহানা খানম জলি (লেকচারার), নিশাত ফারমি (লেকচারার), সানজিদা আক্তার (লেকচারার)
শ্রীমঙ্গল এমনিতেই চায়ের দেশ তার মধ্যে এই শহরের সৌন্দর্য অপরিসীম ৷ সিলেট থেকে শ্রীমঙ্গলের যাত্রা পথের ক্লান্তি যেন নিমিষেই ভুলে গিয়েছিল রিসোর্টের মনমুগ্ধকর পরিবেশ দেখে।
রিসোর্টের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং বিকাল বেলার মিষ্টি রোদের ছায়ায় শিক্ষার্থীরা পরিবেশন করেন মনমুগ্ধকর সাংস্কৃতিক। পিকনিকের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেটের বিখ্যাত ধামাইল নৃত্য শিক্ষার্থীরা মেতে উঠেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা এবং দেশীয় সংস্কৃতির প্রতি ও তাদের আগ্রহ অনেক । যার ফলে বনভোজনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুরে থাকে সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ।
এরপর র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন হয় ৷ র্যাফেল ড্র পুরস্কার স্পন্সর করেছে orchid অ্যাসোসিয়েট৷ বার্ষিক বনভোজনকে স্বতঃস্ফূর্ত এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. রমা ইসলাম (বিভাগীয় প্রধান) পরিশেষে সকল টিচারদের সাথে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা গ্রুপ ছবির তোলার মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ২০২৪ সালের বার্ষিক বনভোজনের সমাপ্তি ঘটে।