সিলেটে ১২ ঘণ্টায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৩, ৯:২৯ অপরাহ্ণসিলেট বিভাগে মাত্র ১২ ঘণ্টায় ৬টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫ জনই শিশু। এর মধ্যে একই পরিবারের তিন ভাই-বোন নৌকা ডুবে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এছাড়া আরও দুই ভাই-বোনের সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেছে। আর পানিতে তলিয়ে গেছেন এক পর্যটক। তাঁর দেহ না মিললেও তিনি মারা গেছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। সিলেটভিউ’র স্থানীয় নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
সুনামগঞ্জ :
নৌকাডুবিতে সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ২টার দিকে ফারজানা, মারজানা ও রবিন নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে বের হয়। তাদের বাড়ি রাস্তা পানিতে ডুবে যাওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়কে উঠতে যাচ্ছিলো নৌকা নিয়ে। এসময় মধ্যবর্তী ডোবা পার হতে গিয়ে ঝড়-বৃষ্টির কবলে পড়ে তদের নৌকা ডুবে গিয়ে নিখোঁজ হয় তিন ভাই-বোন।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে হাসান (৪) ও হাবিবা (২) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।
পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রবিবার সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল।
একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান আবদুস সালাম (২৩) নামের ওই যুবক।
রবিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে।
আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদা পাথর পর্যটন স্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
রবিবার সন্ধ্যা পর্যন্ত আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালায়। পরে অন্ধকারের কারণে প্রথম দিনের মতো অনুসন্ধান বন্ধ করা হয়। সোমবার সকালে আবারও আবদুস সালামের খোঁজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।