সিলেটে শুরু হতে যাচ্ছে ঈদ মেলা ২০২৪
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণসিলেটে শুরু হতে যাচ্ছে ঈদ মেলা ২০২৪ দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, চারিদিকে বইছে খুশির আমেজ ও চলছে উৎসবের প্রস্তুতি, ইতিমধ্যে ঈদকে সামনে রেখে অনেকে ঈদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, কেউ আত্মীয়-স্বজনের জন্য কিনছেন উপহার আবার কেউ বা নিজের জন্য কিনছেন নতুন জামা কাপড়, এরই পরিপ্রেক্ষিতে সিলেটবাসীদের জন্য রয়েছে নতুন একটি সুখবর আগামী ২৩, ২৪ এবং ২৫ মার্চ হোটেল নির্ভারা ইনে (মির্জাজঙ্গল) শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা ২০২৪, এখানে একই ছাদের নিচে আপনারা পাচ্ছেন নারী-পুরুষ ও শিশুদের জন্য জামাকাপড়, শাড়ী, থ্রী-পিস, জুতো কসমেটিক্স, জুয়েলারি থেকে শুরু করে মনোহরির রকমারি পণ্য।
আরো থাকছে ইউকে অথেন্টিক প্রোডাক্টসহ, দেশি-বিদেশি পণ্য, এছাড়াও বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট। তাছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশাল গাড়ী পার্কিং এর সু-ব্যবস্থা, লো-ট্রাফিক এরিয়াতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ যার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা সম্পূর্ণ করতে পারবেন। ঈদ উপলক্ষে এই মেগা ফেস্টে মোট ২৮ টি স্টল অংশগ্রহণ করছে। এই ঈদ মেলা ২০২৪ আয়োজনে রয়েছে জান্নাত স্টাইল। মেলার প্রধান আয়োজক সিলেটের সবার সুপরিচিত ও সফল ইভেন্ট অর্গানাইজার জান্নাতুন ইসলাম, সকল সিলেটবাসীদের ঈদ মেলা ২০২৪-এ আমন্ত্রণ জানিয়েছেন, পাশাপাশি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।