সিলেটে পুলিশের কঠোর অবস্থানে বেকায়দায় জামায়াত, সমাবেশের বদলে সংবাদ সম্মেলন
সিনিয়র করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ১:৩৬ পূর্বাহ্ণপুলিশের পক্ষ থেকে অনুমতি না পেলেও জনসভা করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে পিছু হটেছে জামায়াতে ইসলামী। সিলেটে সমাবেশ নয়, করবে তারা সংবাদ সম্মেলন।
শুক্রবার (১৪ জুলাই) রাতে দলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করার তথ্য জানানো হয়।
আজ শনিবার (১৫ জুলাই) সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের স্থান উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেয়া হয়নি। তার পরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।
এদিকে, শুক্রবার সকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন কমিশনেরও নিবন্ধন হারিয়েছে ধর্মভিত্তিক দলটি।
এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা।
ঢাকার পর সিলেটে সমাবেশের আহ্বান করে দলটি। ১৫ জুন দুপুরে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপিতে আবেদন করে জামায়াত। তবে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।