সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে কঠোর ব্যবস্থা – ওসি মাসুক আলী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণনবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আল-হেলাল কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রামকৃষ্ণ সংঘের সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্না, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক প্রানেশ দেব, উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টি।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ,সদর ইউনিয়ন সভাপতি সুবিনয় রায়,গৌতম পুরকায়স্থ,পিকলু চৌধুরী,ব্রজ গোপাল রায়,নৃপেশ সুত্রধর,বিধু ভূষন দাশ,বীর মুক্তিযুদ্ধা অবনী মোহন দাশ,কৃপেশ দাশ,নারায়ন দাশ,দিপক পাল,সুজিত পাল,গৌরাঙ্গ লাল রাউত, শ্যামল চক্রবর্ত্তী, ইন্দ্রজিৎ সিংহ, লিটন দেব,নিতেশ দাশ,মাধব সরকার,ব্রজেন্দ্র দেবনাথ,শান্ত রবি দাশ, অঞ্জন রায় প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ নবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুক আলী বলেন – এ বছর নবীগঞ্জ উপজেলার ৯৯টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবকে সামনে যদি কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এবং গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি- প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, নৈশ প্রহরী নিয়োগ ও ডিজে সাউন্ড সিস্টেম পরিহার করার পরামর্শ প্রদান করেন।