শ্রীমঙ্গলে চোলাই মদসহ আটক ২

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি ) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরতলীর ভুরভুরিয়া চা বাগানের ৬ নং শ্রমিক লাইনের বস্তির কৃষ্ণপাশীর বাড়ির উঠানের দক্ষিণ পাশের ঘর থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
এসময় বাড়ির মালিক মোহন পাশীর ছেলে কৃষ্ণপাশী ও যোগেশ চন্দ্র পাল এর ছেলে যতিশ পালকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান- বুধবার সকালে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
