লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পঞ্চম মেধা-বৃত্তি অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ৯:১০ অপরাহ্ণ
প্রতি বছরের ন্যায় এবারও নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে পঞ্চম মেধা-বৃত্তি পরীক্ষা ২০২১।
শুক্রবার শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীর ২৫০ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন আসেন নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম , সাবেক নবীগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি জনাব শফিকুর রহমান , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী , বিশিষ্ট সমাজসেবক শেখ ছাদিকুর রহমান শিশু, হযরত শাহ তাজউদ্দিন কুরেশী র: উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলাপদ দাশ, নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সমিতির সহ সভাপতি ছুরুক মিয়া , সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল মিয়া , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, শাহ তাজউদ্দিন কেজি স্কুলের পরিচালক ইছমত মিয়া, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম সেলিম মিয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরো বলেন, প্রতিটি ইউনিয়নে যদি লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে। মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্রেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে। লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন বলেন, লাল সবুজ সমাজকল্যাণ পরিষদ একটি সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। শিক্ষামূলক ও সামাজিক কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলের সার্বিক সহযোগিতায় মানুষের কল্যাণে সেবামূলক
উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যহত রাখতে বাউসা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

