রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীতবস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২২, ১১:২৩ অপরাহ্ণ
শিক্ষা-সামাজিক সহযোগিতার লক্ষ্য-উদ্দেশ্যে সিলেট কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দেশে-বিদেশে অবস্থানরত তরুণ-যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর “শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে রাজাগঞ্জ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা তালবাড়ীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান থেকে রাজাগঞ্জ ইউনিয়নের গরীব অসহায় ১৬০টি শীতার্ত পরিবারের শীতবস্ত্র রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের দেশে অবস্থানরত দায়িত্বশীলদের কে বুঝিয়ে দেওয়া হয়। এসোসিয়েশনের দেশে অবস্থানরত দায়িত্বশীলরা গরীব অসহায় ১৬০টি শীতার্ত পরিবারের ঘরে ঘরে পৌছিয়ে দিবেন।
বন্টন অনুষ্ঠান শুরু হয় এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক সৌদি আরব প্রবাসী হাফেজ মনছুর আলমের পবিত্র কোরআনুল করিম থেকে তিলাওয়াতের মাধ্যমে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এম এ তাহির খানের পরিচালনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা শরীফ আহমদ সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিঃ লালদীঘির পাড় কর্পোরেট শাখা সিলেট এর প্রিন্সিপাল অফিসার ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাষ্টার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) অত্র এসোসিয়েশনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুহেল আহমদ, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান, প্রকাশনা সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিদ্দিকুর রহমান ‘তারেক’, কার্যকরী সদস্য, আতিক আহমদ, বদরুল ইসলাম, আনোয়ারুল আম্বিয়া চৌধুরী, সহযোগী সদস্য, হাঃ মাওঃ আবুল হাসানাত মাসরুর, আশরাফ আহমদ, মনসুর আহমদ, ফরহাদ আহমদ, তৈয়ব আহমেদ, সালমান আহমদ, রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠানের সভাপতি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা শরীফ আহমদ এর বক্তব্যের মাধ্যমে।

