মনোনয়ন দাখিল করেছেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেদ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৫:৪১ অপরাহ্ণ
আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদুর রহমান সাহেদ।
রোববার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি। উৎসবমুখর পরিবেশে তিনি সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

