মনোনয়ন দাখিল করেছেন বিএনপির মেয়র প্রার্থী ছাবির চৌধুরী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৬:০৮ অপরাহ্ণ
আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী ।
রোববার বিকেলে তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি।
উৎসবমুখর পরিবেশে নিজ সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নেতা হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনি, যুবরাজ গোপ, বিএনপি নেতা নুরুল আমীন, যুবদল নেতা অলিউর রহমান অলি, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
