ভাঙা রাস্তা-বিদ্যুৎ ও কলেজের দুর্নীতি নিয়ে আপনের র্যাপ ট্র্যাক
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৮ অপরাহ্ণনবীগঞ্জের ভাঙা রাস্তাঘাট, বিদ্যুতের লোডশেডিং কলেজে দুর্নীতিসহ বিভিন্ন অসঙ্গতি নিয়ে র্যাপ গান গাইলেন উদীয়মান তরুণ শিল্পী ইশতিয়াক মোহাম্মদ আপন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি ছড়িয়ে পড়েছে। ভক্ত অনুসারীরা ইতিমধ্যে নিজেদের প্রফোইলে ‘র্যাপ ট্রাকটি’ শেয়ার করেছেন।
জানা যায়- ওসমানী রোডের বাসিন্দা উদীয়মান তরুণ শিল্পী ইশতিয়াক মোহাম্মদ আপন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরব আপন। শখের বসে দীর্ঘদিন ধরে সঙ্গীতাঙ্গনের সঙ্গেও জড়িত এই আপন।
নবীগঞ্জের ভাঙা রাস্তাঘাট, বিদ্যুতের লোডশেডিং, সরকারি কলেজে দুর্নীতিসহ নিয়ে সরব হয়েও প্রতিকার না পেয়ে এবার জনসাধারণের দুঃখদুর্দশার কথা গানের মাধ্যমে তোলে ধরেছেন শিল্পী ইশতিয়াক মোহাম্মদ আপন।
এ প্রসঙ্গে ইশতিয়াক মোহাম্মদ আপনের সঙ্গে কথা হয় জাগো নিউজ-এর। আপন জানান- “নবীগঞ্জ শহরের রাস্তাঘাট ভাঙা, জনপ্রতিনিধিদের চোখের সামনে মানুষের জনদুর্ভোগ কিন্তু সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেই, বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক আকার ধারণ করেছে, কখন বিদ্যুৎ আসে বলা মুশকিল, নবীগঞ্জ সরকারি কলেজের বড়-বড় দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন গিয়েছে কিন্তু অদৃশ্য কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছি কার্যত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়না। এসব থেকেই আমার র্যাপ-গান। আগামীতেও বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা আমার গানে ফুটে উঠবে।”