বাড়ি ফেরা হলোনা হাফিজুর-মোস্তাকিমা-আয়েশার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
মুন্সিগঞ্জ জেলার একটি ইটভাটায় কাজ করতেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মোস্তাকিমা আক্তার, তার ভাই হাফিজুর রহমান ও নবীগঞ্জ উপজেলার আয়েশা আক্তারসহ কয়েকজন শ্রমিক।
বৃহস্পতিবার দিবাগত রাতে কর্মস্থল মুন্সিগঞ্জ থেকে পিকআপ ভ্যানে করে ঘরের আসবাপত্রসহ পরিবারের প্রায় ১৭জন সদস্য নিয়ে হবিগঞ্জে বাড়িতে ফিরছিলেন তারা। রাত প্রায় ৩টার দিকে তাদের বোঝাই করা পিকআপ ভ্যান হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় পৌঁছামাত্রই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ২ নারীসহ ৪ জন নিহত হয়।
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপ হেলপার রহিম মিয়া (২২)। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে । নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবার-পরিজন হারিয়ে দিশেহারা স্বজনরা মরদেহ নিতে ভিড় করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান- বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

