প্রতিপক্ষের হামলায় সাংবাদিক শাহ মিলাদুর আবেদ গুরুতর আহত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২০, ২:১২ অপরাহ্ণ
নবীগঞ্জ শহরের পৌরসভার জে,কে হাই স্কুল সড়কের বাসিন্দা শাহ মিলাদুর আবেদ (৩৯) এর উপর পূর্ব বিরোধ ও জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় শিকার হন সাংবাদিক শাহ মিলাদুর আবেদ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা লোকমান খান ও তার খালাতো ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও তাদের দলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক শাহ মিলাদুর আবেদ। এরফলে তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল । গতকাল শুক্রবার সকালে শাহ মিলাদুর আবেদ তার ক্রয়কৃত জায়গার উপর ঘর নির্মান করতে গেলে লোকমান খান তার লোকজন নিয়ে তার উপর হামলা চালায়।হামলার এক পর্যায়ে শাহ মিলাদুর আবেদ এর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। এতে শাহ মিলাদুর আবেদ গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

