প্রকাশিত হলো লায়লার নতুন গান ‘তোমারে আমার হইতে দিল না’ (ভিডিওসহ)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৫:০২ অপরাহ্ণঅবশেষে প্রকাশিত হলো সুলতানা ইয়াসমিন লায়লার নতুন আরেকটি গান। প্রতি মুহূর্তেই গানের স্বপ্ন তাড়িয়ে বেড়ায় তাকে। গানের রাজ্যে নিজেকে মেলে ধরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এই শিল্পী। তার কণ্ঠ ইতোমধ্যেই ভক্ত-শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছে।
সংগীতচিত্রসহ বৃহস্পতিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী গানের পাখি খ্যাত ক্লোজআপ ওয়ান বিজয়ী সুলতানা ইয়াসমিন লায়লার ‘তোমারে আমার হইতে দিল না’ শিরোনামের এই গানটি। নতুন এ মৌলিক গানটি নিয়ে বিশেষভাবে রোমাঞ্চিত এই শিল্পী। লায়লার নতুন মৌলিক গানটির কথা ও সুর করেছেন গীতিকার কবির বকুল।
লায়লা জানালেন, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গান এটি। তিনি বলেন, ‘বলা যায়, আমার স্বপ্ন ছিল তাঁর মতো একজন গীতিকারের গান কণ্ঠে ধারণ করা। এই সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি স্যারকে আমার জন্য আরও একটি গান লিখতে অনুরোধ করেছি।’
তাঁর জন্য গান লেখা প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘লায়লার গাওয়া “সখি গো আমার মন ভালা না” গানটি প্রথম আমাকে শোনায় আমার স্ত্রী দিনাত জাহান মুন্নী। তাঁর কণ্ঠ স্বতন্ত্র, তাতে মাটির গন্ধ আছে। লায়লার কণ্ঠে মানাবে এমন একটি গানই আমি তাঁর জন্য করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
লায়লার জীবনের প্রথম মৌলিক গান ‘আমি তোমার হাতের ঘুড়ি হব’। কাজল আহমেদের লেখা ও ফুয়াদ নাসের বাবুর সুরে গানটি এখনো অনেকে শুনতে চান। সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনান তিনি। সম্প্রতি বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন লায়লা। অডিও গানের পাশাপাশি আসছে সেগুলোর সংগীতচিত্র। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেসব গান। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘তোমারে আমার হইতে দিল না’ গানটির ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন।
গানের লিংক:-