নবীগঞ্জ রুবেলের উপর হামলার ঘটনায় নাজিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ৭:০৬ অপরাহ্ণনবীগঞ্জে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের ওপর হামলার ঘটনার ৬দিন পর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাজিমকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
গত বুধবার রাতে জাহিদুল ইসলাম রুবেলের পিতা হারুন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল- সদ্য বিলুপ্ত হওয়া নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জয়নগর গ্রামের সমিজুর রহমান চৌধুরীর ছেলে নাজিম উদ্দৌলা চৌধুরী (৩০), নাদিম চৌধুরী (৩৩), চরগাও গ্রামের আব্বাস চৌধুরীর ছেলে আজগর চৌধুরী (২২), মুকিত মিয়া চৌধুরীর ছেলে রিংকু চৌধুরী (২২), পিংকু চৌধুরী (২৪), তছই উদ্দিনের ছেলে সাব্বির মিয়া (২৫), তানভীর চৌধুরী (২১), আখলুছ মিয়ার ছেলে শাওন মিয়া (২৪), আওয়াল মিয়া চৌধুরীর ছেলে আলী আহমদ (২৫), জাবেদ চৌধুরীর ছেলে জাহিদুল চৌধুরী (২৪),আলেক চৌধুরীর ছেলে ইমন চৌধুরী (২২), দরবেশপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে রতন মিয়া (৩৫)।
উল্লেখ্য- ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক ও তিনজনকে যুগ্ম আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহবায়ক করে আরেকটি কমিটি গঠনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে উভয়পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সংঘর্ষ ও শহরে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনা ঘটে। গত (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। এতে গুরুতর আহত হয় রুবেল। পরে রুবেললে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাল্টা হামলায় জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয়নগরস্থ নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা, দুটি সিএনজি, মোটরসাইকেল বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। (১৯ জানুয়ারি) শুক্রবার ছাত্রলীগ নেতা রুবেলের অনুসারীরা নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেলের বাসা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দার আলীর ব্যবসা প্রতিষ্ঠান, বাসভবন ভাংচুর করে, হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হয় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের হাসপাতালের সামনে অবস্থিত সিএনজি স্ট্যান্ড। (২০ জানুয়ারি) শনিবার বিরোধ সংঘাত সহিংসতার ঘটনায় মেয়াদোত্তীর্ণ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।