নবীগঞ্জে PRSR গ্লোবালের যাত্রা শুরু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
নবীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নের বাস্তব রূপ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান PRSR Global। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি এলাকায় নতুন আশার বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন হাফিজ মিহাদ বিন খালেদ। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাঞ্জলভাবে সঞ্চালনা করেন রিয়াজ বিন খালেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হোসেন জীবন।
শুভ উদ্বোধনী আলোচনায় যুক্ত ছিলেন PRSR Global-এর ফাউন্ডার ও চেয়ারপারসন পারিন্দা বার্চটোল্ড (যুক্তরাষ্ট্র) এবং ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ও ইমিগ্রেশন কনসালট্যান্ট গোলাম রব্বানী (যুক্তরাজ্য)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মারকাজ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আফরুজ আল হাবিব, ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মাধবপুর মাদ্রাসার সভাপতি গোলাম মুস্তফা এবং দারুল উলুম নাদানপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা শামীম আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদ মিয়া তালুকদার, শিক্ষানুরাগী আব্দুল মান্নান, কাগাপাশা হাই স্কুলের শিক্ষক কৃপন্ড দাস, সাইপুর রহমান, সাগর আহমদ, তোফায়েল, সাজ্জাদুর রহমান, সাবির চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে PRSR Global-এর পরিচালক গোলাম রব্বানী বলেন, এই প্রতিষ্ঠান কোনো একক ব্যক্তির উদ্যোগ নয়; এটি নবীগঞ্জের মানুষের স্বপ্ন ও বিশ্বাসের প্রতিফলন। নবীগঞ্জবাসীর সেবায় সততা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়েই PRSR Global-এর পথচলা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এতদিন নবীগঞ্জের তরুণদের বিদেশে উচ্চশিক্ষা ও উন্নত ভবিষ্যতের প্রস্তুতির জন্য সিলেট কিংবা হবিগঞ্জে যেতে হতো। PRSR Global যাত্রা শুরুর মাধ্যমে সেই ভোগান্তির অবসান ঘটবে। এখন থেকে নবীগঞ্জেই IELTS, স্পোকেন ইংলিশ, বিদেশে গমন প্রস্তুতি, ভিসা–সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশনসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, PRSR Global কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি নবীগঞ্জের তরুণ সমাজের জন্য নতুন দিগন্তের সূচনা। এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মারকাজুল হুফ্ফাজ ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মিহাদ বিন খালেদের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি, প্রতিষ্ঠানটির সাফল্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করা হয়।
সার্বিকভাবে PRSR Global-এর উদ্বোধন অনুষ্ঠানটি নবীগঞ্জবাসীর কাছে আশার প্রতীক ও আগামীর সম্ভাবনার বার্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।



