নবীগঞ্জে সমাজকর্মী আশরাফ উদ্দিনের প্রচেষ্টায় ৩টি সড়ক পুনঃসংস্কারের অনুমোদন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজকর্মী, রোটারিয়ান ও বাংলাদেশ টেলিভিশন-বেতারের গীতিকার আশরাফ উদ্দিনের দীর্ঘ প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলার তিনটি সড়ক পুনঃসংস্কারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম সড়ক পুনঃসংস্কারের প্রকল্পটি সড়ক ও জনপথ মন্ত্রণালয় অনুমোদন করেছে।
দীর্ঘ পাঁচ মাসের প্রচেষ্টার ফল হিসেবে গয়াহরি-দত্তগ্রাম সড়ক পাকাকরণের ১ কোটি ২৩ লাখ টাকার প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নবীগঞ্জের রুদ্রগ্রাম রোড (চৌধুরী বাজার–আনগাঁও) সড়ক এবং করগাঁও ইউনিয়নের পানজারাই গ্রামের রাস্তা সংস্কার প্রকল্পও অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।
বুধবার দুপুরে সমাজকর্মী আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং স্থানীয় প্রকৌশল কর্মকর্তাদের সঙ্গে এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে আশরাফ উদ্দিনের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সড়কগুলো পুনঃসংস্কার সম্পন্ন হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আশরাফ উদ্দিন ইতিপূর্বে নবীগঞ্জ-বাহুবল অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ব্রিজ ও কালভার্ট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নিরলস জনসেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

