মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র এ ঘটনা ঘটায়। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি সোহেল ভিলায় পাঠদান কার্যক্রম শুরু করে মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল। মঙ্গলবার রাতে চোরের দল স্কুলে ঢুকে আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে যায়।
পরদিন সকালে স্কুল কর্তৃপক্ষ স্কুলে এসে চুরির বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের দাবি- এই এলাকার মাদক জুয়ার সঙ্গে সংশ্লিষ্টরাই চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হউক।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহলে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “চুরির ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”