নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৪, ৫:০৬ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার। অর্থদণ্ড প্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তিমিরপুর গ্রামের লিলু মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাহজাহান মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।