নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ ও বড়চর গ্রামবাসীর বিরোধ মীমাংসা করলেন শাহজাহান আলী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে পল্লী বিদ্যুতের অবহেলায় তিনটি গরু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উদ্ভুত পরিস্থিতি শালিস বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে।
মঙ্গলবার আউশকান্দি পল্লী বিদ্যুতের সাব সেন্টার অফিসে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে শালিস বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে।
জানা যায়- সম্প্রতি উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কৃষক শাহ নৈবালী মিয়া হাওর থেকে গরু নিয়ে আসার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম প্রান্তে পল্লী বিদ্যুতের মেইনলাইন মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা যায়। এঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তাৎক্ষনিক
হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্থানীয় ক্ষতিগ্রস্তদের শালিস বৈঠকের মাধ্যমে বসে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার আউশকান্দি পল্লী বিদ্যুতের সাব সেন্টার অফিসে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত শালিস বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলা শাখার আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, এজিএম জুয়েল আহমেদ, পল্লী বিদ্যুৎ হবিগঞ্জ সমিতির পরিচালক শাহ মুস্তাকিম আলী প্রিন্স, সাবেক পরিচালক হেলাল আহমেদ, পানিউমদা ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ জাহেদ আলী, কন্ট্রাক্টর হেলাল আহমেদ, ইউপি সদস্য হাফিজ আহমদ, খোরশেদ আলম সুজন, শাহ আবু লেইছসহ বড়চরের স্থানীয় মুরুব্বিয়ান।
অনুষ্ঠিত শালিস বৈঠকে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্টদের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মৃত্যুর ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সিদ্ধান্ত হয়।

