নবীগঞ্জে ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও এলাকায় ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সহযোগিতায় এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন। বক্তব্য রাখেন- নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজোতি চৌধুরী, ডাঃ সমীরণ দাশ, একমি’র সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ লিয়াকত হোসেন, হারুন মিয়া, আবু ইউসুফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ তোফাজ্জল হোসেন, মাস্টার আবুল কাশেম, আব্দুর রহিম তালুকদার, খুরশেদ আলী প্রমুখ।
নবীগঞ্জ উপজেলায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলার দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
উল্লেখ্য- আগামীতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৃহৎ পরিসরে অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হবে।

