নবীগঞ্জে জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সমরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নানু মিয়া, আনোয়ারখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. ইছমত আলী এবং বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম শাহেদ।
দিবসটি উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ফরিদপুর শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি, চাঁনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সমবায় সমিতিগুলোর নেতৃত্বে গতিশীলতা আনতে ও কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিসহ অন্যান্য সমিতি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা জরুরি। পাশাপাশি, সমিতিগুলোর সমস্যার সমাধান ও সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “একজন ব্যক্তি দিয়ে সকল কাজ হয় না; উন্নয়নের জন্য সবার সম্মিলিত প্রয়াস দরকার।” তিনি সমবায় আন্দোলনকে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, “নদী-বিল বা জলাশয় নিয়ে কোনো জটিলতা দেখা দিলে সংঘাতে না জড়িয়ে সম্মিলিতভাবে সমাধান খুঁজতে হবে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
সভা শেষে ইউএনও মো. রুহুল আমিন সমবায় কর্মকর্তাদের দ্রুততম সময়ে সকল সমিতির নির্বাচন সম্পন্নের নির্দেশনা প্রদান করেন।



