নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের পক্ষ থেকে মিটন আহমেদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ ও সহায়তা কেন্দ্র স্থাপন।
গতকাল বুধবার নবীগঞ্জ হিরা মিয়া গার্লস হাইস্কুল সেন্টারে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান। পৌর ছাত্রদলের সদস্য ফয়জুল কবির মিয়াদ, আসাদ আল মুরাদ, এসএম কামরান আশরাফ হিমেল, সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মাশিউল আশরাফ মাহি, আসলাম আহমেদ, অয়ন আহমেদ প্রমুখ।
বিতরণ সামগ্রীতে বক্তব্যে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ বলেন- আপনারা ইতিমধ্যেই অবগত বিগত দিন থেকে ছাত্ররাজনীরির অন্তরালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হল দখল, সিট বাণিজ্য, ভর্তি বানিজ্য করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির একটা ভয় এবং ভীতির সঞ্চার তৈরি করেছিলো; ছাত্রদল বরাবরই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, সহযোগিতায় বদ্ধ পরিকর। যার দরুন আজকে এসএসসি পরীক্ষার্থীদের পাশে সবার আগে দাঁড়িয়েছে ছাত্রদল। ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের প্রতিটা ন্যায্য দাবিতে কাজ করবে বলে বিশ্বাস না করি।

