নবীগঞ্জে এইচএসসি পরীক্ষায় শীর্ষে এনায়েত খান মহিলা কলেজ

ছনি আহমেদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নবীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ। বিজ্ঞান বিভাগে শতভাগ সফলতাসহ কলেজটির সামগ্রিক পাশের হার ৯৫.২৪ শতাংশ, যা উপজেলায় সর্বোচ্চ।
কলেজ সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় চমৎকার ফলাফলের মাধ্যমে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
উপজেলার অন্যান্য কলেজগুলোর ফলাফল অনুযায়ী— ২য় স্থানে কীর্তি নারায়ণ কলেজ (৮৮.৬৮%), ৩য় আইডিয়াল উইমেন্স কলেজ (৮১.৬৭%), ৪র্থ নয়মৌজা কলেজ (৭৬%), ৫ম দিঘলবাগ কলেজ (৭১.৭৯%) এবং ৬ষ্ঠ স্থানে সরকারি নবীগঞ্জ কলেজ (৬৩.১০%) রয়েছে।
এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের কলেজের এই ঐতিহাসিক সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক—সবার আন্তরিক পরিশ্রমের ফল এটি। নবীগঞ্জে মেয়েদের শিক্ষার মানোন্নয়নে কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়া। আজকের এই ফলাফল প্রমাণ করেছে আমরা সঠিক পথে আছি। ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”
কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, “এই ফলাফল আমাদের কলেজের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর নিবেদন ও পরিশ্রমের প্রতিফলন। নিয়মিত পাঠদান, সঠিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত মনোযোগের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। আমি কলেজ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও যেন আমরা এই অবস্থান ধরে রাখতে পারি—সবার কাছে সেই দোয়া কামনা করছি।” শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এনায়েত খান মহিলা কলেজের এ অসামান্য অর্জন নবীগঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

