নবীগঞ্জে ইসলামী কনফারেন্সে বক্তব্যের জেরে উত্তেজনা, বাড়িঘরে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে এক যুবকের ধর্মীয় মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই যুবকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গত শুক্রবার (৩১ ডিসেম্বর) কায়স্থগ্রাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২৫তম বার্ষিক ইসলামী সুন্নি কনফারেন্সে এই ঘটনা ঘটে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া কনফারেন্সে স্থানীয় বাসিন্দা ফরিদ আহমেদ রাজু হামদ ও নাত পরিবেশন করতে মঞ্চে ওঠেন। নাত পরিবেশনের পর তিনি বলেন, নামাজ শেষে দোয়া পড়া একটি ‘বেদআত’ ও গোনাহের কাজ — যা মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরপরই উপস্থিত মুসল্লীদের একাংশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে তারা ফরিদ আহমেদ রাজুকে ‘নাস্তিক’ বলে আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আয়োজক কমিটি দ্রুত রাজুকে সভাস্থল থেকে সরিয়ে নেয় এবং কনফারেন্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরে মাইকে ঘোষণা দিয়ে উত্তেজিত মুসল্লীদের একটি দল ফরিদ আহমেদ রাজুর বসতবাড়িতে হামলা চালায়। এতে তার ঘরের টিনের বেড়া ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে উপস্থিত মুসল্লীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলে ফরিদ আহমেদ রাজুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ধর্মীয় অনুভূতির বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ফরিদ আহমেদ রাজু ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

